ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জে বাবরা রেলগেটে ট্রেনে কাটাপড়ে সোহেল রানা (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আলীম হোসেনের ছেলে। তিনি সরকারি মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার সকালে সোহেল রানা ফসলি জমিতে সার ছিটানোর জন্য বের হয়। বাবরা রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কলেজছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।