রাঙ্গামাটিতে সংবর্ধনা পেল ৫ গুণীজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা দিয়েছে রাঙ্গামাটি প্রেসক্লাব। শুক্রবার (৫ জানুয়ারি) রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

সংবর্ধিত অতিথিরা হলেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান পারিজাত কুসুম চাকমা (মরণোত্তর), আলহাজ্ব খলিলুর রহমান ও ওবায়দুল হক (মরণোত্তর)।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক সম্পাদক আনোয়ার আল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নিজামী, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান রানা ও চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ।

এ সময় অতিথিরা একেএম মকছুদ আহমেদের বর্ণাঢ্য সাংবাদিক জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তির পূর্বে অশান্ত পাহাড়কে শান্ত করতে তার লেখনীর ভূমিকা ছিল অনস্বীকার্য। তার হাত ধরে তিন পার্বত্য জেলার অনেকেই সাংবাদিক হয়েছেন। তার পত্রিকায় লেখালেখি করে অনেকেই একুশে পদক ও রোকেয়া পদকসহ বিভিন্ন পদেকে ভূষিত হয়েছেন।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি ও তাদের পরিবারের হাতে ক্রেস্ট হাতে তুলে দেয়া হয়।

শংকর হোড়/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।