অটোরিকশায় লুকিয়ে রাখা ৪০ হাজার রাইফেলের গুলি ও স্ট্যান্ড জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১

দিনাজপুরে ৪০ হাজার এয়ার রাইফেলের গুলি ও পিস্তল রাখার দুটি স্ট্যান্ড জব্দ করেছে বিজিবি। শনিবার (৬ ফেব্রুয়ারি) সীমান্তের হিলি-বিরামপুর সড়কের লোহাচড়া এলাকার বিজিবি চেকপোস্ট থেকে এসব জব্দ করা হয়।

ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্প কমান্ডার তুহিন নন্দি জানান, ভারত থেকে অবৈধভাবে এয়ার রাইফেলের গুলি নিয়ে বিরামপুরের দিকে যাবার পথে লোহাচড়া চেকপোস্ট এলাকায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ওই অটোরিকশা চালকের আসনের নিচে অভিনব কায়দায় রাখা ৪০ হাজার এয়ার রাইফেলের গুলি ও দুটি পিস্তল রাখার স্ট্যান্ড জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য আনুমানিক ৮১ লক্ষ ৬০ হাজার টাকা।

জয়পুরহাট ২০-বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান টিটু জানান, সীমান্ত থেকে অটোরিকশায় করে এয়ার রাইফেলর গুলি ও স্ট্যান্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমদাদুল হক মিলন/ আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।