দিনাজপুরে প্রথম টিকা নেবেন হুইপ ইকবালুর রহিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১

দিনাজপুরে প্রথম টিকা নেবেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম। শনিবার (৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দিনাজপুরে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় ৪ হাজার ৮৭৫ জন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে সদর উপজেলায় ২ হাজার ৭৭৫ ও অন্যান্য ১২ উপজেলায় ২ হাজার ১০০ জন। তবে প্রতি মুহুর্তে নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

jagonews24

সিভিল সার্জন আরও জানান, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিমকে টিকা দেয়ার মধ্যদিয়ে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন হবে।

এর আগে গত রোববার (৩১ জানুয়ারি) দিনাজপুরে ৯৬ হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছায়।

এমদাদুল হক মিলন/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।