মেয়র প্রার্থীর কর্মীকে হত্যাচেষ্টা : ছাত্রলীগ নেতা কারাগারে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে ‘জগ’ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুমের সমর্থক রাকিবুল ইসলাম দীপ্তকে (২২) হত্যাচেষ্টার মামলায় শহর ছাত্রলীগ সভাপতিসহ দু’জনকে কারাগারে পঠিয়েছেন আদালত।

রোববার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মো. জামাল হোসেনের আদালতে কলাপাড়া শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী ছাত্রলীগ নেতা আলিফ মাহমুদ রুদ্র স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে নামঞ্জুর করেন।

এর আগে ২৭ জানুয়ারি বুধবার বিকেলে দীপ্তর মা মোসা. সেলিনা বেগম বাদী হয়ে শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্রসহ অজ্ঞাত নামা ৮-১০ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহরের মনোহরপট্টি তিন রাস্তার মোড়ে আসাদুজ্জামান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্রসহ অজ্ঞাতনামা ৮-১০ জন ধারালো অস্ত্র দ্বারা দীপ্তকে হত্যাচেষ্টা চালান। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দীপ্তকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে দীপ্তকে বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।