মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম রহিমা বেওয়া (৭৫)।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের মৃত আছের আলীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বেলা এগারোটার দিকে উপজেলার ফাঁসিতলা-কানাইকান্দর সড়কের সাধুবাড়ী এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল বৃদ্ধা রহিমা বেওয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধা রহিমা। এই ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক একই ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরহাদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরএইচ/এমকেএইচ