করোনার টিকা নিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

নেত্রকোনায় করোনাভাইসের টিকা নিয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। রোববার (৭ ফেব্রুয়ারি) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন তিনি।

পরে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি ও সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া টিকা গ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, জেলায় ৭২ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। প্রত্যেককে ২ ডোজ করে ৩৬ হাজার ব্যাক্তিকে এই টিকা প্রদান করা হবে। প্রথম দিনে জেলায় ১ হাজার ৭ জনকে টিকা দেয়া হয়েছে। জেলায় ৩ হাজার ৪৪১ ব্যক্তি নিবন্ধিত হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।