মাদরাসা ছাত্রকে বলাৎকার, ঘটনা ধামাচাপা দিতে মরিয়া দুই শিক্ষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

মুন্সিগঞ্জ সদর উপজেলায় এক মাদরাসা ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে একই মাদরাসার আরেক ছাত্রকে (১৭) আটক করেছে পুলিশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় পশ্চিম দেওভোগের মাদরাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা মাদরাসা থেকে অভিযুক্ত ছাত্রকে আটক করে সদর থানা পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে ১১ বছর বয়সী ছাত্রকে কৌশলে কক্ষে থেকে ডেকে নিয়ে ছাদে বলাৎকার করে একই মাদরাসার ১৭ বছর বয়সী আরেক ছাত্র। এতে ভুক্তভোগী ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে পরদিন মাদরাসার শিক্ষক মো. নাছির, মো. রাজু ছাত্রটিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গোপনে চিকিৎসা দেয়া হয় ভুক্তভোগীকে।

দুই শিক্ষক বিষয়টি ধামাচাপা দিতে অভিভাবক ও মাদরাসা কর্তৃপক্ষকে না জানিয়ে গোপন রাখে। পরে রোববার বিকালে ভুক্তভোগী ছাত্র তার মায়ের কাছে বিষয়টি জানালে তিনি ব্যাপারটি পুলিশকে জানান।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।