এখনো উদ্ধার হয়নি নির্যাতনের শিকার সেই যুবক, গ্রেফতার ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

পটুয়াখালীর মহিপুরে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মো. ইউসুফ (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ঘটনার চারদিন হলেও অপহৃত ও নির্যাতনের শিকার রায়হানকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রায়হান শ্বশুর বাড়ি তালতলির উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন। পরদিন শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিও দেখে ছেলেকে শনাক্ত করেন আবুল কাশেম।

ওইদিন রাতেই ছেলের নিখোঁজের অভিযোগে তিনি সাধারণ ডায়েরি করেন মহিপুর থানায়। রোববার রাতে ৯ জনের নাম উল্লেখসহ চারজনকে অজ্ঞাত আসামি করে মহিপুর থানায় মামলা করেন তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মো. ইউসুফ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃতকে উদ্ধারসহ সম্পৃক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।