মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বাধায় সীমিত আকারে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন, ‘স্বাধীনতাকে অস্বীকার করে জিয়াউর রহমানের পদক কেড়ে নেওয়া হলে বাংলার মানুষ ঘরে বসে থাকবে না। বারবার মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে রুখে দেয়া যাবে না। জিয়ার পদক বাতিলের এ সিদ্ধান্তটি রাজনৈতিক ইতিহাসে একটি নিকৃষ্ট ঘটনা হবে’।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহা-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস ধীরেন, সদর বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, জেলা যুবদলের সভাপতি সুলতান আহম্মেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা প্রমুখ।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।