অপহৃত আরও ২ রোহিঙ্গা মাঝি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:৪০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে ২২নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা পাঁচ নেতার (হেড মাঝি) বাকি দুজনকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বালুখালী ক্যাম্প এলাকা হতে তাদের উদ্ধার করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় অপহরণকারীরা তাদের ছেড়ে গেছে বলে ধারণা করছেন ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক।

তাদেরও উদ্ধার করে পালংখালী আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।

শুক্রবার রাতে উদ্ধার হওয়া মাঝিরা হলেন- ক্যাম্প-২২ ব্লক-বি-২'র নাজির হোসেনের ছেলে হেড মাঝি মো. রফিক (৪২), একই ক্যাম্পের ব্লক-সি'র নুরুল হাকিমের ছেলে হেড মাঝি আমান উল্লাহ (৪৫)।

এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) ক্যাম্প-২২ থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা পাঁচজন মাঝিকে অপহরণ করে। অপহৃতদের মাঝে অপর তিনজনকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়াস্থ ক্যাম্প-১৪, হাকিম পাড়া ব্লক এ-৪ থেকে উদ্ধার করা হয়

সূত্র জানায়, অপহরণের পর ২২নং রোহিঙ্গা ক্যাম্পের নজু মিয়ার ছেলে এ-ব্লকের হেড মাঝি ইউসুফ, জুলফিকার আলীর ছেলে বি-ব্লকের হেড মাঝি আবু মুসা, হারুনের রশিদের ছেলে ডি-ব্লকের হেড মাঝি সাব্বিরকে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উদ্ধার হন। আর এর একদিন পর বালুখালী ক্যাম্প এলাকা হতে আমানুল্লাহ ও রফিককে উদ্ধার করা হয়।

১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উখিয়াস্থ ক্যাম্প-১৪, হাকিম পাড়া ব্লক এ-৪ থেকে তিনজনকে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উদ্ধার হয়। অপর দুজনকে ১২ ফেব্রুয়ারি রাতে বালুখালী ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করা হয়।

সায়ীদ আলমগীর/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।