সুন্দরবন দিবসে বন রক্ষার শপথ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১
ছবি: এরশাদ হোসেন রনি

মোংলায় সুন্দরবন সুরক্ষায় শপথ নিয়েছেন বনের ওপর নির্ভরশীল বনজীবী, মৎস্যজীবী, জেলে, বাওয়ালী ও মৌয়ালীরা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরবন দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, ওয়াইল্ড টিম, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত এ অনুষ্ঠানে বনজীবীদের শপথ বাক্য পাঠ করান নির্বাহী অফিসার।

উদ্ধোধনী অনুষ্ঠানে কমলেশ মজুমদার বলেন, সুন্দরবন বাংলাদেশের অহংকার। বিশ্বে যেসকল ঐতিহ্যবাহী স্থান রয়েছে তার ভেতর সুন্দরবন অন্যতম। তাই নিজেদের স্বার্থে সুন্দরবনের সৌন্দর্য নষ্ট না করতে সকলকে আহ্বান জানাচ্ছি।

jagonews24

এছাড়াও বিষ দিয়ে মাছ নিধন ও সুন্দরবনের গাছ না কাটার এবং যারা এ সমস্ত কাজ করেন তাদেরকে আইনের হাতে তুলে দেয়ার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

সুন্দরবন দিবসে অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল- র‍্যালি, মানববন্ধন, শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে সুন্দরবন সুরক্ষায় র‍্যালি বের হয়ে চৌধুরী মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এছাড়া বিকেল ৪টায় মোংলার পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং ‘বিশ্ব ঐতিহ্য সুন্দরবন’ শীর্ষক রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

এরশাদ হোসেন রনি/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।