বাগেরহাটে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

বাগেরহাটে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল। এর আগে তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজ কেন্দ্রে বেলা ১১টায় নিজের ভোট দেন। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দুপুর ২টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময়ে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার এজেন্টরা ভোট প্রদানের গোপন কক্ষে ভোটারদের সাথে প্রবেশ করে প্রেসবাটন চেপে নৌকার ভোট নিশ্চিত করছে। এছাড়া আমার পরিবারসহ নিকট আত্মীয় স্বজনরা ভোটকেন্দ্রে গেলে তাদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এটা কোনো ভোটের পরিবেশ হতে পারে না। তাই একজন প্রার্থী হিসেবে আমি এই ভোট বর্জন করছি।

পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ১৮ হাজার ৪২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭৭৯ জন নারী ভোটার রয়েছেন।

শওকত আলী বাবু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।