বাগেরহাটে চতুর্থ বারের মতো পৌর মেয়র হলেন হাবিবুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

বাগেরহাট পৌরসভা নির্বাচনে চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ১৮ হাজার ৮৯৪ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ বেসরকারিভাবে হাবিবুর রহমানকে বিজয়ী ঘোষণা করেন।

অপরদিকে বিএনপির প্রার্থী মো. সাঈদ নিয়োজ হোসেন শৈবাল ভোট পেয়েছেন ৩৩৯ ভোট। যদিও তিনি দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন।

২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে সর্বপ্রথম বাগেরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন খান হাবিবুর রহমান। এরপর আরও দুবার তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে বাগেরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।