জামানত হারালেন হাতপাখার প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. বাছির আহম্মদ (হাতপাখা)। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম এ তথ্য জানান।

নির্বাচনে ৬ হাজার ৭৮২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম রুবেল (নৌকা) মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন শামসু (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৫৭৫ ভোট।

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. বাছির আহম্মদ মোট ভোটের ৮ ভাগের এক ভাগের কম পেয়েছেন। তাই নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে। এ পৌরসভায় মোট ভোট সংগ্রহ হয়েছে ৭৫.৫৯ শতাংশ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।