ফের মেয়র হলেন মেজু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু (নৌকা)। রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে মেজবাহ উদ্দিন মেজু পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আবি আবদুল্লাহ (নারিকেল গাছ) প্রতীকে পেয়েছেন ৪৫৫ ও বিএনপির মনোনীত প্রার্থী সাহেদ আলী পুটু (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩৮৭ ভোট।

নির্বাচিত মেজবাহ উদ্দিন মেজু জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি রামগতি পৌরসভার বর্তমান মেয়র।

এর আগে নির্বাচনে ছয় প্রার্থী মেয়র পদে অংশগ্রহণ করলেও বেলা ১১ টার দিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাহেদ আলী পুটু (ধানের শীষ), আলমগীর হোসেন (লাঙ্গল), আবি আবদুল্লাহ (নারিকেল গাছ) ও মো. জামাল উদ্দিন (জগ) নির্বাচন বর্জনে করেন।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।