নরসিংদীর সদরে স্থগিত, মাধবদীতে নৌকার জয়
নরসিংদীর সদর ও মাধবদী পৌরসভা নির্বাচনে একটিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন অন্যটিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। তবে সেই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে আছেন বলে জানা গেছে।
বিজয়ী মেয়র প্রার্থী হলেন মাধবদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মোশাররফ হোসেন প্রধান মানিক। তিনি ১৭ হাজার ১৩০ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী প্রার্থী আনোয়ার হোসেন অনু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪২৪ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, নরসিংদী পৌরসভা নির্বাচনে ৩৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছেন চারটি কেন্দ্রর ফলাফল। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু পেয়েছেন ১৮ হাজার ৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের সতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুম সরকার পেয়েছেন ১৭ হাজার ৩৬৫ ভোট।
বিএনপি ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৯ হাজার ৬৩০ ভোট। জাল ভোট দেয়ার চেষ্টা ও ব্যালট ছিনিয়ে নেয়ার অভিযোগে স্থগিত চারটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩৭। পরবর্তীতে এই চারটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
সঞ্জিত সাহা/এসজে/জেআইএম