দ্বিতীয়বার কাউন্সিলর হলেন সোহাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচনে ছয় নম্বর (সদর) ওয়ার্ড কাউন্সিলর পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অর্ধেকেরও বেশি ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের জয় পেলেন মো. শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে ২০১৫ সালে অনুষ্ঠিত মাটিরাঙা পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন তিনি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মো. শহিদুল ইসলাম সোহাগ (উটপাখি) পেয়েছেন ৬৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিমেল চাকমা বাবু (ডালিম) পেয়েছেন ৩২৬ ভোট। অপর দুই প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক (টেবিল ল্যাম্প) পেয়েছেন ১০২ ভোট ও সুমন দে (পাঞ্জাবি) পেয়েছেন ৩২ ভোট।

টানা দ্বিতীয় বারের জয় পাওয়ার পর বয়সে তরুণ মো. শহিদুল ইসলাম সোহাগ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ বিজয় মাটিরাঙা পৌরসভার প্রাণ কেন্দ্র ছয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসার জয়। জনকল্যাণমুখী কাজ দিয়েই মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই।

বিগত দিনের মতো আগামী পাঁচ বছরেও নাগরিকদের সুখে-দুঃখে, বিপদ-আপদে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।