ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে আলামিন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এরফান (১৯) নামের অপর আরেক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসানাবাদ এলাকার মো. মোস্তফার ছেলে এবং আহত এরফান একই এলাকার দুলু মিয়ার ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবজাল হোসেন জানান, মাওয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আলামিন নিহত হন।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। গুরত্বর আহত অবস্থায় অপরজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।