দুর্নীতির অভিযোগে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

প্রকল্পের কাজ শেষ না করে টাকা উত্তোলন ও সভাপতির স্বাক্ষর জাল করার অভেযোগে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত ৪ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর বিরুদ্ধে প্রকল্পের কাজ সম্পন্ন না করে টি আর বিলের (৩৬/২০১৮-১৯) ৬৯ হাজার ৬৬৮ টাকা উত্তোলন ও প্রকল্পের সভাপতি স্বাক্ষর জালিয়াতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বহিষ্কার করা হলো।

এ বিষয়ে চেয়ারম্যান আজিজুর রহমানের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।