তাড়াশে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের অফিসিয়াল (০১৭৩৩....৩৪) মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রতারক বিভিন্ন মাদরাসা, স্কুল-কলেজ শিক্ষকদের কাছে ল্যাপটপ দেয়ার নামে ১০ হাজার টাকা করে দাবি করেন।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, একজন প্রতারক নির্বাহী অফিসারের অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফোন করে ল্যাপটপ দেয়ার নামে ১০ হাজার টাকা দাবি করে (০১৬৩....৮৯০) নম্বরে বিকাশ দেয়ার কথা বলে। এ ছাড়া ইটভাটা ও জনপ্রতিনিধিদের কাছে কাজ দেয়ার নাম করে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ল্যাপটপ দেয়ার কথা বলে আমার কাছে ইউএনওর নম্বর থেকে ১০ হাজার টাকা চাওয়া হয়। এ সময় ইউএনও’র কণ্ঠ নিয়ে সন্দেহ হলে বিষয়টি ইউএনওকে জানাই। এরপরই বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান ও ব্যক্তি ইউএনওকে তার অফিশিয়াল মোবাইল নম্বর থেকে টাকা দাবির বিষয়টি জানান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি ইউএনও আমাকে জানিয়েছেন। ওই প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম জানান, যাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে তাদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।