৬০ ফুট গভীর খাদে চাঁদের গাড়ি, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১
ছবি- মুজিবুর রহমান ভুইয়া

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরা নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় চাঁদের গাড়িতে থাকা দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা ও চয়ন ত্রিপুরা নামে অপর তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই ভাইবোনছড়ার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামের বাসিন্দা।

ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি বাজারে বিক্রির জন্য গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়ি ফেরার পথে আমলাই হাদুকপাড়া পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৬০ ফুট গভীর খাদে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরার মৃত্যু হয়।

এসময় গাড়িতে থাকা অপর তিনজন আহত হন। আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।