একযোগে বদলি চান কোম্পানীগঞ্জের ১০ পুলিশ কর্মকর্তা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ১০ পুলিশ কর্মকর্তা বর্তমান কর্মস্থল থেকে বদলির আবেদন করেছেন। আবেদনপত্রে তারা বক্তিগত কারণ দেখিয়েছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি।
তবে বদলির জন্য আবেদনপত্র জমা দেয়া এক এসআই জানিয়েছেন- কোম্পানীগঞ্জে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তারা নাখোশ হয়ে বদলির আবেদন করেছেন।
বদলির আবেদন করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপ-পরিদর্শক (এসআই) সরোজ কুমার আশ্চার্য, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহির, আজিম উদ্দিন, বাবুল প্রমুখ। বাকিদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, এ পর্যন্ত ১০ জন কর্মকর্তা বদলির আবেদন করেছেন। এর মধ্যে এসআই ও এএসআই পদর্যাদার কর্মকর্তারা রয়েছেন। আবেদন পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ধৈর্য্য ধরে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কোম্পানীগঞ্জ থানার একজন উপ-পরিদর্শক (এসআই) জানান, কোম্পানীগঞ্জের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নাখোশ বেশিরভাগ পুলিশ কর্মকর্তারা। তারা কর্মস্থলে চরম অস্বস্তির মধ্যে দায়িত্ব পালন করছেন। এজন্য একযোগে বদলির আবেদন করেছেন।
মিজানুর রহমান/এএএইচ/এমএস