নির্মাণাধীন টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্টে ফোরম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন মিয়া (৩৩) নামের এক ফোরম্যানের মত্যু হয়েছে। খোকন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গংগারহাট বাজার সংলগ্ন কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, টেলিটক কোম্পানির নির্মানাধীন টাওয়ারের পাইলিং করার সময় ৪০ ফিটের একটি লোহার খাঁচা হেলে গিয়ে বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহন হন খোকন। এসময় অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদ রানা/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।