ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহ সীমান্তে নারীসহ ২১ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝনাইদহ
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহে নারীসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১২ জন পুরুষ আটজন নারী ও একজন শিশু রয়েছে।

jagonews24

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, ‘বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৃথক চারটি অভিযান চালায় বিজিবি। এরমধ্যে শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের একাশিপাড়া গ্রামের কাশেম মিয়ার ইটভাটা এলাকা থেকে ১২ জনকে আটক করে। এসময় একটি মাইক্রোবাসসহ সেলিম রেজা নামে এক দালালকেও আটক করে বিজিবি। একই সময় ওই এলাকা থেকে সুরমা (৭০) নামে এক ভারতীয় নারীকে আটক করা হয়। তিনি সেদেশের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামের মৃত বাসুদেবের স্ত্রী।

jagonews24

এদিকে একই রাতে শ্রীনাথপুর বিওপির সদস্যরা সীমান্তের সরিষাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটক তিনজনের বাড়ি খুলনার রুপসা উপজেলার রামনগর গ্রামে। অন্যদিকে পলিয়ানপুর বিওপির জোয়ানরা সীমান্তের মাতলার আইট মাঠ থেকে চারজনকে আটক করে। আটককৃতদের বাড়ি যশোর ও সাতক্ষীরা জেলায়।

মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও বলেন, ‘এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।’

jagonews24

এর আগে গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শ্যামকুড় বিওপির সদস্যরা উপজেলার একাশিপাড়া গ্রামের মাঠ থেকে দুই দালালসহ নারী, পুরুষ ও শিশুসহ নয়জনকে আটক করে।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা যাওয়ার অভিযোগে ১৫১ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী ১০ দালালকে আটক করে বিজিবি।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।