বিএনপির পায়ের তলার মাটি নরম ও কর্দমাক্ত : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকার ও আওয়ামী লীগের পায়ের তলার মাটির অত্যন্ত শক্ত। বরং বিএনপির পায়ের তলার মাটি নরম ও কর্দমাক্ত। এখন তারা ডুবন্ত অবস্থায় আছে।

গাজীপুর মহানগরীর গাছা বঙ্গবন্ধু কলেজ মাঠে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি গাজীপুর মহানগর ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সম্প্রতি এক মন্তব্যের জবাবে বলেন, ‘যিনি নিজে নিজে বন্দি জীবনযাবন করেন, বন্দিত্বের মধ্য থেকে দিবাস্বপ্ন দেখছেন, তিনি যে বলেছেন পায়ের তলায় মাটি নেই, সেটা ঠিক বলেছেন। কিন্তু কার পায়ের তলায় মাটি নেই সেই জায়গাটায় তিনি ভুল করেছেন।’

গাজীপুর জেলা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন তরুণ সংঘের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। জাতীয় ফুটবল ও আবাহনী দলের সাবেক অধিনায়ক শেখ মো. আসলাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিস, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাসন থানা একাদশ ৪-৩ গোলে টঙ্গী থানা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করে।

মো. আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।