‘বইমেলা বাঙালি সংস্কৃতি ও ভাষাপ্রেমীদের এক মিলন মেলা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:২০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, ‘একুশের বইমেলা বাঙালি সংস্কৃতি ও ভাষাপ্রেমীদের এক মিলন মেলা। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ধরেই বাংলাদেশে বইমেলা সম্প্রসারিত এবং সমৃদ্ধ হচ্ছে’।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলা প্রশাসন আয়োজিত মোংলার পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনদিন ব্যাপী একুশের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এ কথা বলেন।

bagerhat1

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।

bagerhat1

এর আগে বিকেল সাড়ে ৫টায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বই মেলা আগামী ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানা গিয়েছে।

এরশাদ হোসেন রনি/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।