পারিবারিক দ্বন্দ্বে যুবক খুন, মা বোন ভগ্নীপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শাহ আলম (২৩) নামের এক যুবককে হত্যার অভিযোগে তার মা, বোন ও তার ভগ্নীপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নিহতের মা হামিদা বেগম (৪৫), বোন নার্গিস আক্তার (২১) ও তার ভগ্নীপতি সবুজ মিয়া (২৮)।

ভোরে উপজেলার টেঙ্গারচর গ্রামের বৈদ্যারগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, মায়ের চলাফেরা নিয়ে শাহ আলম তার মাকে সাবধান করতে চাইলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এরপর বোন ও ভগ্নীপতি পিত্রালয়ে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদেরকে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার জন্য বলেন তিনি। এসব কারণ নিয়ে দ্বন্দ্ব চলছিল। যার জের ধরে শাহ আলমের মুখ চেপে ধরে মাথা, গলা ও হাতে আঘাত করে হত্যা করে। যা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য মরদেহটি রশিতে ঝুলিয়ে দেয়া হয়। কিছুক্ষণ পর নিজেরাই আবার মরদেহটি নামিয়ে ফেলে।

তিনি আরও বলেন, এ ঘটনা শাহ আলমের ভাই সাদেক হোসেন সিকদার লিখিত অভিযোগে জানালে মামলা রুজু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আছে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।