ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।

রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঢাকা থেকে দুইটি মোটরসাইকেলে চারজন আরোহী শরিয়তপুর যাচ্ছিল। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজার কাছে মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী সুজন ও ফরমান। এছাড়া আহত হন অপর মোটরসাইকেলের আরো দুইজন আরোহী। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটিকে (ঢাকা মেট্রো ব-১৫-৫৯৪৯) জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।