যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৮২ মণ জাটকা ইলিশ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে এমভি কর্ণফুলী-৪ নামের এক যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে সাড়ে ৮২ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে নৌ পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এসব জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীতে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৪ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ কেজি (সাড়ে ৮২ মণ) অবৈধ জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়।

jagonews24

তিনি আরও জানান, সোমবার সকাল ১০টার দিকে মুক্তারপুর নৌ-ফাঁড়িতে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে জেলা সদরের বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করা হয়েছে।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।