মশার কয়েলের আগুনে ৫ দোকান ও ৪ বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মশার কয়েলের আগুনে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কনকসার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

কনকসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ভোরে স্থানীয় রমজান মিয়ার বসত ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বসতঘরে। আগুনে পুড়ে যায় স্থানীয় আতাউর রহমানের পাঁচটি দোকান, রমজান মিয়ার দুটি ও রমন মাঝির দুটি বসতঘর। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

fire-(2).jpg

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর মধ্যে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।