কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, আটকা পড়েছে আরও ৪টি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় চারটি ট্রেন আটকা পড়েছে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আটকা পড়া ট্রেনগুলো হলো- দৌলতদিয়াঘাট থেকে ছেড়ে আসা নকশীকাঁথা, চিলাহাটি থেকে ছেড়ে আসা রূপসা, রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস। তিনটি ট্রেন খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে। এছাড়াও খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেনও আটকা পড়েছে।
এরআগে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে স্টেশনে প্রবেশের সময় সুন্দরবন এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। যার কারণে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাত ১০টা নাগাদ উদ্ধার কাজ শুরু হতে পারে। তবে কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।’
আব্দুল্লাহ আল মাসুদ/এমকেএইচ