ফেনীর কারখানায় আগুনে ৩৫ কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:০৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ফেনীতে স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০-৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো শ্রমিক হতাহতের খবর পাওয়া যায়নি।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী বলেন, রাত ১২ টা ৮ মিনিটে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় স্টারলাইন ফুড কারখানায় আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুনের ভয়াবহতা দেখে ফেনীর সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ফায়ার ইউনিটকে খবর দেই।

এক পর্যায়ে নোয়াখালী, কোম্পানীগঞ্জ, চৌমূহনী ও চৌদ্দগ্রাম ফায়ার ইউনিটসহ আটটি ইউনিটের ৯টি দল প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

jagonews24

এদিকে স্টারলাইন গ্রুপের নির্বাহী পরিচালক মো. জাফর উদ্দিন জানান, প্রতিদিনের মতো রাতের শিফটে শ্রমিকরা কাজ করছিলেন। রাত ১২টার দিকে হঠাৎ কটন বিভাগে আগুন দেখতে পেয়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পড়ে।

তিনি আরও জানান, বাজারে দেয়ার উপযোগী অন্তত কয়েক কোটি টাকার মালামাল কারখানায় সবসময় প্রস্তুত থাকে। এছাড়াও কারখানায় পণ্য তৈরীর কাঁচামাল, যন্ত্রপাতিসহ অন্তত ৩০-৩৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।