ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

মুন্সিগঞ্জে সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত এক গাড়ির চাপায় কানিজ ফাতেমা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার মৃত শাহজাহান শেখের স্ত্রী। তার পৈতিক বাড়ি সিরাজদিখান উপজেলার পাথরঘাটায় এলাকায়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ওই নারী নিয়ম না মেনে অসতর্কভাবে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি জব্দ করা যায়নি।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।