নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১
প্রতীকী ছবি

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ফেনী নদীতে গোসল করতে গিয়ে সজীব বাহাদুর ছেত্রী পাভেল (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত সজীব বাহাদুর ছেত্রী রামগড়ের বল্টুরাম টিলা এলাকার কর্ণ বাহাদুর ছেল্ফীর ছেলে। সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার (২৭ ফেব্রুয়ারি) বল্টুরামটিলা এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর চরে ফুটবল খেলতে যায় পাভেলসহ ১০-১২ জন শিশু। খেলা শেষে তারা ফেনী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পাভেল ও শান্ত নদীতে ডুবে যাওয়ার সময় সহযোগিরা শান্তকে উদ্ধার করলেও পাভেল ডুবে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহিম পাভেলকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।