জীবিত স্কুলশিক্ষককে মৃত দেখানোর ঘটনায় ইসির তদন্ত কমিটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় লক্ষ্ণী কান্ত রায় নামের এক স্কুলশিক্ষককে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তের দায়িত্ব পালন করবেন সদর উপজেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তা আজাদুল হেলাল। আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাকে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে পাঠানো নির্দেশনায়, রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ওই কমিটি গঠন করা হয়। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৮ ফেব্রুয়ারি) জাগো নিউজে ‘জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত, নিতে পারছেন না করোনা ভ্যাকসিনও’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা জড়িতদের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন তৈরি করবেন। পরে তা এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের কাছে পাঠানো হবে।
লক্ষ্ণী কান্ত রায় আদিতমারী উপজেলা বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়টেপা গ্রামের মৃত হিরম্ব চন্দ্র রায়ের ছেলে।
ভোটার তালিকায় নাম না থাকার কারণে তিনি গত সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় কোনো নির্বাচনেই ভোট দিতে পারেননি। শুধু তাই নয়, করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশনও করতে পারেননি স্কুলশিক্ষক লক্ষ্ণী কান্ত রায়। তিনি বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন।
লক্ষ্ণী কান্ত রায় বলেন, আমি একজন স্কুল শিক্ষক তাই দ্রুত সরকারি কাগজে ‘জীবিত’ হিসেবে উল্লেখ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান করছি।
রবিউল হাসান/এসএমএম/জিকেএস