চুরির মামলায় ইউপি সদস্য কারাগারে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০১ মার্চ ২০২১
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে চুরির মামলায় আব্দুল হাই (৪০) নামে এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১ মার্চ) ওই মামলায় হাজিরা দিয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের কৌঁসুলি গোলাম মোস্তফা তাকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল হাই উপজেলার তরফপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ছয় মাস আগে তরফপুর গ্রামের প্রবাসী জলিল দেওয়ানের বাড়িতে স্বর্ণালঙ্কার চুরি করে পালানোর সময় গৃহবধূ নুরজাহান দেখে ফেলেন। গ্রাম্য সালিশে চুরির বিষয়টি প্রমাণিত হলেও স্বর্ণালঙ্কার ফেরত দেননি তিনি। পরে নুরজাহান বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা করেন।

আদালত এ চুরির মামলাটি মির্জাপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এস এম এরশাদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।