কারাভোগের পর দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৩ মার্চ ২০২১

এক বছর কারাভোগের পরে দেশে ফিরলেন জিতেন্দ্রর দাস (৪২) নামের এক ভারতীয় নাগরিক। মঙ্গলবার (২মার্) চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি।

এ সময় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নিস্তার আহম্মেদ, সহকারী পরিচালক শেখ মো. ইমরান আলী, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দীন বাবর, পোস্ট কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, বিএসবির নায়েব সুবেদার শওকত আলী, দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আব্দুল আলীম, দর্শনা থানার এসআই আলমগীর হোসেন, জেলা কারাগারের হেলাল উদ্দীন প্রমুখ।

jagonews24

ভারতের পক্ষে ছিলেন দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গেঁদে কোম্পানি কমান্ডার এসি সামন্ত পাল, ইমিগ্রেশন ইনচার্জ আশুতোষ ভাওয়াল, কৃষ্ণগঞ্জ থানার এসআই মো. আমিরুল ইসলাম ও জিতেন্দ্রর’র মা মিয়াকা দেবী প্রমুখ।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নিস্তার আহম্মেদ বলেন, অবৈধভাবে অনুপ্রবেশ করে ২০১৭ সালের ২৩ নভেম্বর নাটোরের বাগাতি পাড়ায় পুলিশের হাতে ধরা পড়ে জিতেন্দ্র। এরপর এক বছর জেল হয় তার। অভিবাসন প্রক্রিয়ার জটিলতায় সে এতদিন বাংলাদেশের কারাগারে ছিল। জিতেন্দ্র ভারতের বিহার রাজ্যের ভাগোলপুর জেলার উস্ত গ্রামের সিতারাম দাসের ছেলে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।