রাঙামাটিতে আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙামাটি
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৬ মার্চ ২০২১

রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় আগে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৬ মার্চ) দুপুর দেড়টা নাগাদ সদরের কাঁঠালতলী এলাকার আলম ডক ইয়ার্ড সংলগ্ন মসজিদ কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে। কাঁচা ঘর হওয়ার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হক বলেন, ‘দুপুর দেড়টা দিকে হঠাৎ আগুনের কুণ্ডলী দেখা যায়। ঘিঞ্জি এলাকা হওয়াতে মুহূর্তেই আশপাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস যথাসময়ে এসে পৌঁছালেও ঘনবসতি হওয়ার কারণে কাজ শুরু করতে দেরি হয়ে যায়।

আগুনের কারণে আশপাশের দোকানিরা আতঙ্কিত হয়ে মালামাল রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে নিয়ে আসেন। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোস্তফা মহসিন বলেন, ‘আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।’

শংকর হোড়/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।