কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৯ মার্চ ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়েলের আগুনে পুড়ে মতোভান বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার পশ্চিমছাট গোপালপুর গ্রামের আব্দুল মজিদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় গোয়ালঘরে থাকা পাঁচটি গবাদিপশুসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

বাড়ির মালিক আব্দুল মজিদ বলেন, ‘রাতে গোয়ালঘরে কয়েল দিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। এরপর রাতে আগুন দেখে সবাই বের হয়ে এসে দেখি দুটি আধা-পাকা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে মতোভান বেওয়া (৮৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এসময় গোয়াল ঘরে থাকা চারটি গুরু, একটি ছাগলসহ কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।

তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে মঙ্গলবার (মার্চ) সকালে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ দশ হাজার টাকা, দুই বস্তা চাল ও শুকনো খাবার প্রদান করেন।’

মাসুদ রানা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।