ফল নিয়ে বৃদ্ধা ফুলমতির বাড়িতে পুলিশ সুপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১০ মার্চ ২০২১

ছেলে ও পুত্রবধূর নির্যাতনের শিকার বৃদ্ধা ফুলমতিকে (৮০) দেখতে ছুটে যান নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। বুধবার (১০ মার্চ) নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন তিনি।

এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায় ওই বৃদ্ধার সন্তানসহ পরিবারের সদস্যদের সতর্ক করে বলেন, ‘এরপর নির্যাতনসহ যে কোনো ধরনের সমস্যা হলে সরাসরি আমার কাছে চলে আসবেন।’

jagonews24

এদিকে ফল নিয়ে নিজ বাড়িতে পুলিশ সুপারকে দেখে খুশিতে আত্মহারা বৃদ্ধা ফুলমতি। তিনি পুলিশ সুপারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

এর আগে শনিবার (৬ মার্চ) ছেলে ও ছেলের বউয়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পালিয়ে পুলিশ সুপারের কাছে চলে যান বৃদ্ধা ফুলমতি। সব ঘটনা শুনে পুলিশ সুপার তাৎক্ষণিক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস হোসেনকে খোঁজখবর রাখতে বলে বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ দেন।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।