বিজিবির শতকোটি টাকার মানহানি মামলার চার্জগঠন ১৫ মার্চ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১১ মার্চ ২০২১

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের এক নারীকর্মীর ধর্ষণের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা ১০০ কোটি টাকার মানহানি মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়েছে। চার্জ গঠনের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ। পাশাপাশি ব্লাস্টের অভিযুক্ত সেই কর্মীর জামিন বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এই আদেশ দেন।

শুনানিতে অংশ নেয়া বাদী ও আসামিপক্ষের আইজীবীরা আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবির পক্ষে লড়া কৌঁসুলি অ্যাডভোকেট সাজ্জাদুল করিম জানান, আজ এ মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আবদু শুক্কুর বলেন, ‘আসামির জামিন বহাল রাখার আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন বহাল রেখেছেন আদালত। একইসঙ্গে, মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য করা হলেও মামলা থেকে তিনি অব্যাহতি পাবেন বলে আমরা আশা করছি।’

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৮ অক্টোবর টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে নিয়মমতো অন্যদের সঙ্গে ব্লাস্টের ওই নারীকর্মীকেও তল্লাশি করা হয়। অটোরিকশার যাত্রী ওই নারী পরে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তার বক্তব্য দিয়ে জাতীয় ও স্থানীয় অনেক গণমাধ্যম তাদের অনলাইন ভার্সনে প্রতিবেদনও প্রচার করে। এ নিয়ে চইচই পড়ে যায়। ঘটনার সত্যতা জানতে দ্রুত তৎপর হয়ে ওঠে গোয়েন্দা সংস্থাসহ গণমাধ্যমও। ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে এসে ভর্তি হন। কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে ওই নারী এনজিওকর্মীকে ধর্ষণের আলামত পাননি বলে রিপোর্ট দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই নারীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করে বিজিবি।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।