বগুড়ায় বেড়েছে কিডনি রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১১ মার্চ ২০২১

বগুড়ায় ক্রমেই বাড়ছে কিডনি রোগী। রোগীর সংখ্যা বাড়লেও করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সেবা পেতে সময় লাগছে রোগীদের।

এদিকে উন্নত চিকিৎসাসেবা পাওয়ায় বগুড়াসহ আশপাশের জেলা থেকে প্রতিনিয়ত অসংখ্য রোগী সেবা নিচ্ছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কিডনি বিভাগ।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে জানা গেছে, বর্তমানে হাসপাতালের কিডনি বিভাগে ৪৮ রোগী ভর্তি রয়েছেন। প্রায় প্রতি দিনই ৮-১০ নতুন রোগী ভর্তি হচ্ছেন। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৩০-৩৫ রোগীর সেবা নেন।

বগুড়ার শেরপুর উপজেলার নুরুল ইসলাম (৬০) নামে এক কিডনি রোগীর ছেলে দুলাল হোসেন জানান, বাবা কৃষক। দুই মাস আগে বাবার কিডনি রোধ ধরা পড়ে। বর্তমানে ২২ দিন ধরে শজিমেক হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন তার বাবা অনেকটাই সুস্থ্য।

বহির্বিভাগের কনসালটেন্ট (সার্জারি) ডা. লোকমান হোসেন জুয়েল জানান, প্রতিদিন ৩০-৩৫ রোগীকে সেবা দেয়া হয়। রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সেবা দিতে সময় একটু বেশি লাগছে।

শজিমেক হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আ ন ম এহসানুল করিম জানান, আগে হাসপালে কিডনি বিভাগ ছিল না। ২০১৬ সাল থেকে কিডনি বিভাগ ও ডায়ালাইসিস চালু হয়েছে। বর্তমানে মোট ১৯টি ডায়ালাইসিস মেশিন চালু রয়েছে। এর মধ্যে করোনা ওয়ার্ডে ২টি এবং আইসিইউতে একটি রাখা রয়েছে।

তিনি আরও বলেন, কিডনি ওয়ার্ডে গড়ে ৪০-৬০ রোগী ভর্তি থাকছেন। উন্নত সেবা পাওয়ায় বগুড়াসহ আশপাশের জেলা থেকে রোগীরা সেবা নিচ্ছেন।

‘কিডনি রোগে সুস্থ্য থাকুন (লিভিং ওয়েল উইথ কিডনি)’ কিডনি দিবসের এ বছরের শ্লোগানকে সামনে রেখে চিকিৎসকরা রোগীর সেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।