পুরুষের রান্না প্রতিযোগিতায় প্রথম হলেন খোকন ফকির
অনুষ্ঠানে উপস্থিত পুরুষেরা যোগ দিলেন রান্না করতে। ডান হাত সামনে তুলে একসঙ্গে বললেন, 'আমরা পুরুষ, আমরাও পারি’ আমাদের বাসায় যে কাজগুলো আছে, যে কাজগুলো আমাদের বোনেরা করে, মায়েরা করে, স্ত্রীরা করে—গৃহস্থালির সব কাজ ভাগাভাগি করে সম্পন্ন করব।’
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে (এসডিএস)
শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি পুরুষদের রান্না প্রতিযোগিতা ২০২১’ অনুষ্ঠানে পুরুষদের এমন দৃপ্ত শপথ।
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের ৬১নং দক্ষিণ গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যতিক্রম এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ প্রতিনিধি রফিকুল ইসলাম, এসডিএসের উপপরিচালক (মানব সম্পদ বিভাগ) অমলা দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম প্রমুখ।
রান্না প্রতিযোগিতায় পাঁচজন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন খোকন ফকির, দ্বিতীয় সুরুজ মিয়া ও তৃতীয় হন মিলন হাওলাদার। বিকেলে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম বলেন, কোনো কাজই ছেলে বা মেয়ের জন্য আলাদা নয়। নারীদের সারাদিন গৃহস্থালির সেবামূলক কাজ করতে হয়, যার কোনো আর্থিক মূল্য সে পায় না। আমাদের সবার গৃহের কাজে পুরুষদের সহযোগিতা করা উচিত।

গৃহের কাজ পরিবারের সব সদস্যদের মাঝে পুনর্বণ্টন করতে হবে। ফলে নারীর ওপরে চাপিয়ে দেয়া কাজের চাপ কমবে। এ যাত্রায় পুরুষদের অংশগ্রহণ করতেই এই প্রতিযোগিতার আয়োজন।
প্রতিযোগিরা বলেন, সংসার যৌথ ব্যাপার। আমরা বলে থাকি, সংসার সুখের হয় রমণীর গুণে। এটা সত্য নয়। সংসার আসলে সুখের হয় পুরুষ ও রমণীর উভয়ের গুণে।
ছগির হোসেন/এএইচ/জিকেএস