নোয়াখালীতে অস্ত্র ও ১১ লাখ টাকাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২৪ এএম, ১৩ মার্চ ২০২১

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে র‌্যাব-৭ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও নগদ ১১ লাখের বেশি টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১২ মার্চ) রাত নয়টার দিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার মো. খোকন প্রকাশ (৪৩) ও একই এলাকার মো. লিটন।

ওসি আবুল খায়ের র‌্যাবের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের ডিএডি মো.আহসানুল হক হাতিয়া থানার ১ নম্বর হরণী চরগাসিয়া মৌলভীরচর এলাকার আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালান।

এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি ৬ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সংযুক্ত বিদেশি পিস্তল, তিনটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রাইফেল সদৃশ এলজি, একটি দেশীয় তৈরি এসবিবিএল, একটি থ্রি-কোয়ার্টার দেশীয় তৈরি এলজি এবং শটগানের ২২টি তাজা কার্তুজ জব্দ করা হয়। এছাড়া অভিযানে ল্যাপটপের ব্যাগে থাকা নগদ ১১ লাখ ৩৫ হাজার টাকাও জব্দ করা হয়।

jagonews24.com

একাধিক সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের প্রভাব দেখিয়ে চরাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। জব্দ করা অস্ত্র-গুলি ও নগদ টাকাসহ তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

ওসি আবুল খায়ের আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের সন্ধ্যায় হাতিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।