বলেশ্বর নদীতে ধরা পড়ল ৫০ কেজি ওজনের ২ কোরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৩ মার্চ ২০২১

বলেশ্বর নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ও ২২ কেজি ওজনের দুটি কোরাল মাছ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিক্রির জন্য মাছ দুটি পাথরঘাটা বাজারে নিয়ে যান ফোরকান নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। বিক্রি করেছেন মোট ৫৫ হাজার টাকায়।

বলেশ্বর নদীতে ধরা পড়ল ৫০ কেজি ওজনের ২ কোরাল

পদ্মা গ্রামের এই মাছ বিক্রেতা জানান, বলেশ্বর নদীতে জেলেদের জালে দুটি কোরাল মাছ ধরা পড়ে। পরে শনিবার সকালে রহিতা মাছ বাজার থেকে ওই দুটি মাছ কিনে পাথরঘাটা বাজারে নিয়ে আসেন তিনি। মাছ দুটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা করে বিক্রি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. সুমন মিয়া জানান, এত বেশি ওজনের মাছ বহু বছর আগে দেখা যেত। কয়েক বছর ধরে কোরাল মাছ একেবারে বিলুপ্তির পথে ছিল। বড় মাছ দুটি দেখতে বাজারে ভিড় জমান অনেকে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।