পশুর নদীর দূষণ ও দখল রোধের দাবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৪ মার্চ ২০২১
ছবি: এরশাদ হোসেন রনি

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে নদী দূষণ রোধে মোংলার চরকানার পশুর নদীতে সদ্য ডুবে যাওয়া কয়লাভর্তি কার্গোডুবির স্থানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের প্রাণ পশুর নদীর দূষণ ও দখল রুখতে হবে। প্রতিনিয়ত পশুর নদীতে তেল-কয়লা-সারভর্তি কার্গো ও জাহাজ ডুবির ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার তৎপরতা লক্ষ্য করা যায় না। এছাড়া ব্যাপক হারে প্লাস্টিক দূষণের ফলেও বিপর্যস্ত হচ্ছে পশুর নদীর প্রাণবৈচিত্র।

jagonews24

এই মানববন্ধনে সভাপতি এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, বাপা নেতা সাংবাদিক এম এ সবুর রানা, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটাকিপার ভলান্টিয়ার মাহারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, শেখ রাসেল, পরাগ মনি রাজু প্রমুখ।

এরশাদ হোসেন রনি/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।