নওগাঁয় মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৪ মার্চ ২০২১
ফাইল ছবি

নওগাঁয় মাদকদ্রব্য রাখার অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন এবং আরেক ব্যক্তির ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৪ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল গ্রামের বাসিন্দা জুয়েল রানা (৩৯)। অপর আসামির নাম মিলন আলী (২৯)। তিনি একই গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর-গাবতলী সড়কের ভাবিচা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়ামতপুর থানা পুলিশ। এসময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী জুয়েল রানা ও মিলন আলী নামের দুজনকে দাঁড় করিয়ে শরীর তল্লাশি করা হয়। পরে জুয়েল রানার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও মিলন আলীর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তারা মাদকদ্রব্যগুলো অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ১(খ) ও ৯(ক) উপধারায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ রায় দেন বিচারক।

কারাদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জুয়েল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং মিলন আলীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

আব্বাস আলী/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।