৬২ লাখ যুবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৪ মার্চ ২০২১

শিক্ষিত, অর্ধশিক্ষিত ও কমশিক্ষিত ৬২ লাখ যুবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। রোববার (১৪ মার্চ) শরীয়তপুরে যুব উদ্যোক্তা সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রশিক্ষণ শেষে ২২ লাখ যুবক আত্মকর্মী হয়েছেন। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে এখন পর্যন্ত দুই হাজার ৪৭ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকেই তামাশা করে বলছিল জীবনে পদ্মাসেতু হবে না, যদি হয় জোড়াতালি দিয়ে হবে। জীবনে গাড়ি চলবে না। কে তামাশা করলো আমাদের দেখার বিষয় নয়। পদ্মাসেতু এখন দৃশ্যমান।’

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সম্মেলনে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, যুব উন্নয়নের মহাপরিচালক আজহারুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমুখ বক্তব্য রাখেন।

মো. ছগির হোসেন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।