জমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে যুবককে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১৪ মার্চ ২০২১

নোয়াখালী সদরের নেয়াজপুর ইউনিয়নে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে খেলার মাঠে গুলিবিদ্ধ করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নেয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আহত ফরহাদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নেয়াজপুর ইউনিয়নের শাহপুর কদমতলী গ্রামের সামছুল হুদার ছেলে।

ভুক্তভোগী পরিবার জানান, সাহপুর কদমতলীর মৃত ওয়াহেদ আলীর ছেলে মহিউদ্দিন মোহনের সসঙ্গে তার আপন চাচা সামছুল হুদার সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার মাটি কাটা ও ভরাট নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এই ঘটনার জের ধরে মোহনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল ফরহাদের ওপর অতির্কিতে হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে এবং গুলি করে মাঠে ফেলে রেখে যায়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানেও মোহনের লোকজন হাসপাতালে এসে দ্বিতীয় দফা মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়। এরপর পুলিশের সহায়তায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ফরহাদ চিকিৎসাধীন রয়েছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।